২০ লাখে বিক্রি হলো সাকিবের ‘প্রিয়’ ব্যাট

২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটটি ২০ লাখ টাকা মূল্যে বিক্রি হয়েছে।

বুধবার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ ফেইসবুক পেজের মাধ্যমে নিলামে তোলা হয় ব্যাটটি।  ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা।

রাত ১১টা পর্যন্ত ছিল বিডিংয়ের সময়। পরে যা ১১টা ১৫ পর্যন্ত করা হয়।

সর্বোচ্চ দর হাঁকিয়ে ব্যাটটি কিনে নেন রাজ নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। পুরো অর্থ ব্যয় হবে করোনাকালে অসহায়দের মাঝে।

একদিন আগে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেওয়ার সময়ই সাকিব জানিয়েছিলেন ব্যাটটি তার অনেক বেশি প্রিয়। বিশ্বকাপে এই ব্যাট দিয়ে ৮ ম্যাচে ৬০৬ রান সংগ্রহ করেন। পুরো বিশ্বকাপে সাকিব এই এক ব্যাট দিয়েই খেলেছিলেন।

শুধু বিশ্বকাপ নয়, সাকিব জানিয়েছিলেন এই ব্যাটটা দিয়ে শেষ এক বছরে প্রায় দেড় হাজারের (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে) ওপরে আন্তর্জাতিক রান করেছেন।

তাই ব্যাটটা হাতছাড়া করতে চাননি। এদিনও নিলাম চলাকালে লাইভে যুক্ত ছিলেন সাকিব। কথাগুলো বেশ কবারই বলেছেন তিনি। সাকিব বলেন, ‘নরমালি আমি মেমোরিবলি একদমই সেভাবে রাখি। তবে এটা আমার খুবই প্রিয় ছিল।