করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন বিদ্যুৎ দাস : বিভিন্ন মহলের শোক


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক স্থানীয় সময ২১ এপ্রিল মঙ্গলবার ৮:৩০ মিনিটে স্টেট আইল্যান্ড এর একটি হাসপাতালে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। বিদ্যুৎ দাস হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে চলে গেলেন অজানা দেশে।

তার দেশের বাড়ি সন্দ্বীপ মুছাপুর। তার বাবা ছিলেন সুভাষ দাস সন্দ্বীপ সেনারহাট স্কুলের সাবেক প্রধান শিক্ষক। বিদ্যুৎ দাস অনেক বছর পর্যন্ত পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ইঞ্জিনিয়ার বিদ্যুত দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নাট্যকর্মী গোপাল সান্যাল, সাংবাদিক শিতাংশু গুহ, কানু দত্ত সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।