তিন বছর নিষিদ্ধ উমর আকমল

বিতর্কে ঠাসা ক্যারিয়ারে আবারও অখেলোয়াড়ি কারণে শিরোনাম হলেন উমর আকমল। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগ, দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ।

সোমবার টুইট বার্তায় পিসিবি জানিয়েছে উমর আকমলের নিষেধাজ্ঞার কথা। বোর্ডের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই রায় শুনিয়েছেন।

ক্যারিয়ারজুড়েই অখেলোয়াড়ি কারণে আলোচনায় থেকেছেন। এবারের অভিযোগ দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের মতো গুরুতর। পিসিবির সাময়িক নিষেধাজ্ঞায় থাকা আকমল শুনানি শেষে বড় শাস্তিই পেলেন তাই।

৩০ বছর বয়সী আকমলের দেশের জার্সিতে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে।