বলিউড অভিনেতা ঋষি কাপুর আর আমাদের মাঝে নেই

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর আমাদের মাঝে নেই । ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। ওই বছরই সেপ্টেম্বরে নিউইয়র্ক যান চিকিৎসার জন্য। গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি।

রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের ছেলে ঋষি কাপুর। মাত্র তিন বছর বয়সে ‘শ্রী ৪২০’ ছবিতে তার অভিষেক হয় বড় পর্দায়।

রাজ কাপুরের পরিচালনায় ‘মেরা নাম জোকার’ সিনেমার মাধ্যমেই বলিউডে ঋষি কাপুরের ক্যারিয়ায় শুরু হয় অভিনেতা হিসেবে। ‘ববি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া।

১৯৭০ থেকে ১৯৯০-এর দশকে জনপ্রিয় অভিনেতা ছিলেন ঋষি কাপুর। ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুলি’, ‘কর্জ’ এবং ‘চাঁদনি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। শেষ তাকে দেখা গিয়েছিল ইমরান হাসমির সঙ্গে ‘দ্য বডি’ ছবিতে।