করোনাভাইরাস মোকাবিলায় ভারতে তৃতীয় দফায় লকডাউন মেয়াদ ১৪ দিন বাড়লো

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে তৃতীয় দফায় লকডাউন মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত কার্যকর করার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভারতে কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার এই সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

নতুন করে আরোপিত এই ১৪ দিনের লকডাউনের সময় কোন কোন ক্ষেত্রে কী ধরনের কার্যকলাপ শিথিল করা হয়েছে, তা নিয়ে কেন্দ্র থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে অনেক বিধিনিষেধই শিথিল করার পথে হাঁটছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে। সেই বৈঠকেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে পর্যালোচনা হয়। তার পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়