উপসর্গ নিয়ে ভোরের কাগজের সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার পথে তিনি মারা যান।

১০/১২ দিন ধরে করোনাভাইরাসের উপসর্গ ছিল তার। রাত সাড়ে আটটার দিকে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যান তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

‘জ্যোস্নার শহরে একা’ নামে আসলাম রহমানের একটি কাব্যগ্রন্থ রয়েছে। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।