কুয়েতে করোনায় আক্রান্ত একদিনে ১০৬৫ জন

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। আজ রোববার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, আজ করোনাভাইরাসে বিভিন্ন জায়গায় ১০৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ যাবত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত সর্বাধিক শনাক্ত হয়েছে কুয়েতে।

আক্রান্তদের মধ্যে ১৪৩ জন বাংলাদেশি, ২৪৪ জন ভারতীয়, ২৭১ জন মিসরীয়, ১৯২ জন কুয়েতি এবং ২১৫ জন অন্যান্য দেশের নাগরিক। কুয়েতে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৮৮ জনে।

আজ নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বিভিন্ন দেশের মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। মৃত ব্যক্তি কোন দেশের নাগরিক আগে পরিচয় দিলেও গত কয়েক দিন থেকে শুধু মৃতের সংখ্যাই বলা হচ্ছে।

এই পর্যন্ত সর্বমোট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন। গত সপ্তাহে আটজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ আপডেট খবর পাওয়া যায়নি।

করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে আজ বিকেল ৪টা থেকে শুরু হয়েছে ২৪ ঘল্টার জরুরি অবস্থা, চলবে আগামী ৩০ মে পর্যন্ত। গতকাল পর্যন্ত এই জরুরি অবস্থা ছিল ১৬ ঘণ্টা (বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত)। ২৪ ঘণ্টা জরুরি অবস্থা চলাকালীন অনুমতিবিহীন কোনো গাড়ির রাস্তা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ জনগণের চলাচলের ক্ষেত্রেও।