লকডাউন শিথিল করতে যাচ্ছে যুক্তরাজ্য, আসছে ৫ স্তরের কোভিড-১৯ সতর্কতা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে চলমান লকডাউন শিথিলের কথা ভাবছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্কতা জারি করার কথা জানাবেন বরিস। যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায়।

নতুন সতর্কতা পদ্ধতিতে দেশের যেসব এলাকায় করোনাভাইরাসের প্রকোপ কম সে এলাকাকে প্রথম স্তর অর্থাৎ সবুজ আর যেসব এলাকায় করোনা রোগী বেশি সে এলাকাকে পঞ্চম স্তরের অর্থাৎ লাল ঘোষণা করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ভাষণে বরিস জনসন ঘোষণা দেবেন যে, যুক্তরাজ্য চতুর্থ স্তরের ঝুঁকি থেকে তৃতীয় স্তরের ঝুঁকিতে নেমে আসছে। যাঁদের কাজ ঘরে বসে করার উপায় নেই, তাঁদের সামাজিক দূরত্ব মেনে কাজে যোগ দিতে উৎসাহিত করতে পারেন প্রধানমন্ত্রী জনসন।

পিএ জানায়, শরীরচর্চা করতে একবারের বেশি বাইরে যাওয়া যাবে না, এ নিয়ম তুলে দেওয়া হবে এবং গার্ডেন সেন্টারগুলো খোলার অনুমতি পাবে। তবে লকডাউনের নিয়ম ভাঙলে জরিমানার হার বাড়ানো হবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৫৮৭ জন। আর মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ২৬০ জন।