ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে বাংলাদেশের দিকে

ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে (মঙ্গল-বুধবার) পশ্চিমবঙ্গের উপকূলের ঘে খুব কাছ অতিক্রম করে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে: গত এক সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান। ক্রমশ সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। এটি ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আমফান এবছরের প্রথম ঘূর্ণিঝড়।

আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী মঙ্গলবার দিনভর এই জেলাগুলিতে তাণ্ডব চালাতে পারে আমফান। আরেক পূর্বাভাসের বলা হয়েছে: ঘূর্ণিঝড় ফণি যেখানে ভূভাগে প্রবেশ করেছিল ঠিক সেখানেই আঘাত হানতে চলেছে আমফান। যার ফলে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ২০ মে বুধবার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে ঝড়টি।

এছাড়া বাকি ২টি পূর্বাভাস অনুসারে আমফান আঘাত হানবে বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের রেঙ্গুনের মধ্যে আরাকান প্রদেশের কোনও অংশে।