বেনাপোল দিয়ে আরো ২১৭ জন যাত্রী দেশে ফিরেছেন

ভারতে চিকিৎসা নিতে ও বেড়াতে গিয়ে লকডাউনে আটকেপড়াদের মধ্যে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত আরো ২১৭ জন বাংলাদেশি দেশে ফিরেছে। এদের সবাইকে যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ ও বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভারত থেকে ফেরত আসা পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যশোরের ঝিকরগাছা থানার গাজির দরগাহ মাদ্রাসায় কোয়ারেন্টিনে নিয়ে গেছেন।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা পাসপোর্টধারী যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন রাখা হচ্ছে। কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনাভাইরাস ধরা না পড়ে তাহলে তারা সরাসারি বাড়ি চলে যাবে।’