করোনাভাইরাসে জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ২৮ বছর বয়সী এক জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু হয়েছে।

দেশটির সুমো অ্যাসোসিশনের বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে এই মৃত্যুর সংবাদ।

জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) জানায়, এই প্রথম কোনো কুস্তিগিরকে ভাইরাসটি আক্রান্ত করলো।

শোভুশি নামে পরিচিত ওই কুস্তিগিরের প্রকৃত নাম কিয়োতাকা সুটাকো। কোভিড-১৯ করোনায় আক্রান্ত হওযার ফলে দেহের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ জানায়, এই কুস্তিগিরের নমুনা পরীক্ষার পর ১০ এপ্রিল করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আক্রান্ত হওয়ার ৯ দিন পর তাকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সুমো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাক্কাকু কিয়োডো নিউজকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, গত এক মাস ধরে তিনি অসুস্থতার সাথে লড়াই করেছেন। একজন দুঃসাহসী কুস্তিগিরের মতোই তিনি ভাইরাসের যন্ত্রণা সহ্য করেছেন এবং শেষ অবধি লড়াই করে গেছেন। আমি তার চিরশান্তি কামনা করছি।