লকডাউনে গর্ভাবস্থা কাঁদাচ্ছে কেটি পেরিকে!

                                মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার কেটি পেরি।

মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার কেটি পেরি জানিয়েছেন, করোনা মহামারির এই কঠিন সময়ে গর্ভাবস্থা তাঁর চোখে প্রায় জল আনছে। গতকাল মঙ্গলবার (১২ মে) ফের তিনি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ‘ফায়ারওয়ার্কস’খ্যাত এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, কীভাবে তিনি হতাশা ও করোনাভাইরাসকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

২০১০ সালে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন কেটি পেরি, কিন্তু দুই বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে ওরলান্ডো ব্লুমের প্রেমে পড়েন এ গায়িকা। সেই থেকে তাঁরা একসঙ্গে আছেন। আগামী শুক্রবার (১৫ মে) তাঁর নতুন অ্যালবাম ‘ডেইজিস’ মুক্তি পাবে।