‘ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত ফাঁকা মাঠেই খেলা হোক’

করোনার কারণে সেই মার্চ থেকে খেলা বন্ধ। বন্ধ হয়ে গেছে সব টুর্নামেন্ট। এই অবস্থায় ক্ষতি এড়াতে আপাতত ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজন করাটা ভালো উপায় হতে পারে বলে মনে করেন অনেকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও এই দাবি করেন। তাঁর মতে, মানুষের মনোবল চাঙ্গা রাখতে মাঠে খেলা ফেরানো উচিত। তাই ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত স্টেডিয়াম ফাঁকা হলেও খেলা হওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেট তারকা।

কদিন আগে ফাঁকা মাঠে খেলা ক্রিকেটারদের জন্য হতাশার বলে জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার। বাংলাদেশি তারকা লিটন দাসও ফাঁকা মাঠে খেলা মানতে পারছেন না। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও ফাঁকা মাঠে খেলার পক্ষে নন।

এ ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, ‘এই মুহূর্তে সাধারণ মানুষের মনোবল বাড়ানো আমাদের দরকার। তাঁরা প্রত্যেকেই খুব নেতিবাচক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একমাত্র খেলাধুলার মাধ্যমে তাঁদের ইতিবাচক দিকে ফিরিয়ে আনা যেতে পারে। করোনাভাইরাসের প্রতিষেধক না পাওয়া পর্যন্ত আমাদের ফাঁকা স্টেডিয়ামেই খেলা উচিত।’

ইংলিশ তারকা আরো বলেন, ‘বেশ কিছু খেলোয়াড় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁদের খেলাধুলা বন্ধ হয়ে গেলে কী হবে? দর্শক নেই তো কী হয়েছে। ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তো তাঁরা থাকছেন।’