ঘুমন্ত অবস্থায় সাংবাদিক হুমায়ুন কবিরের মেয়ের অন্যন্যা কবির রশিদের মৃত্যু

করোনার প্রকোপের মধ্যে তিনদিন আগে ভারত থেকে দেশে ফেরা দৈনিক ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির ভুইয়া মেয়ে অন্যন্যা কবির রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় ব্রেইন স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়,  মাত্র তিন দিন আগে ভারত থেকে দেশে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন অনন্যা। গতকাল রাতে সেহেরি খেয়ে ঘুমানোর পর তার স্ট্রোকে মৃত্যু হয়।

দেশে ফেরার পরে অনন্যার হোম কোয়ারেন্টাইন বিষয়ে বাবা সাংবাদিক হুমায়ুন কবির ফেসবুক পোস্টে লিখেছিলেন,

‘করোনার নির্মমতা
কাল মেয়েটা দীর্ঘ ৫ মাস পর ভারতের পাঞ্জাব থেকে ফিরলো। ফিরেই ওর ঘরে ঢুকে গেল ১৪ দিনের জন্য। ওর মা, ভাই ও আমি দূর থেকে দেখলাম। দীর্ঘ ভ্রমণ সত্ত্বেও গোলাপী সালোয়ার কামিজে বেশ স্নিগ্ধ লাগছিলো কন্যাকে।
ওকে একবার স্পর্শও করলাম না কেও আমরা। অথচ, অন্যান্য সময় ওর আসার দিনে ঈদের আনন্দ হয়। সবাই একসাথে গল্প, বোন ও ভাইয়ের গল্প, মেয়ে ও মার গল্প, মেয়ে ও বাবার গল্প, এবং মেয়ের উচ্চ কণ্ঠে শাসানো। আর, ভালো খাওয়াদাওয়া।
এবার, এসব কিছুই হচ্ছে না।
ব্যাপার না। দুঃসময় আসে, আবার চলেও যায়।,

অন্যানা রশিদ পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন। দীর্ঘ পাঁচ মাস পরে গত ১৫ মে দেশে ফিরেছিলেন তিনি।