মুশফিকের ব্যাট বিক্রির টাকায় খাদ্য সহায়তা

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট বিক্রির টাকায় অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বগুড়ায় প্রথম দিনে ৩০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়। আজ শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এবং বগুড়া জিলা স্কুলে মুশফিকের সহপাঠী মাসুদুর রহমান বাপ্পি এ সময় উপস্থিত ছিলেন।

তাঁরা জানান, করোনাভাইরাস দুর্যোগের সময়ে ক্রিকেটার মুশফিকের এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকের ব্যাটটি সম্প্রতি অনলাইন নিলামে ২০ হাজার মার্কিন ডলারে কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ব্যাট বিক্রির পুরো টাকাই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা খাতে।

এর আগেও মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।