দুই বছর পেছাতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার মহামারির জেরে আসন্ন বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা হচ্ছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

করোনার কারণে এই মুহূর্তে টুর্নামেন্ট আয়োজন অনিশ্চিত। আইসিসি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানালেও ২৮ মে’র সভায় সিদ্ধান্ত হয়ে যেতে পারে বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে এখনই ঘোষণা করা হবে কিনা বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার খবর, সেটা নিশ্চিত নয়।

আইসিসির এক সদস্য ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বৃহস্পতিবারের বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত এখনই ঘোষণা করা হবে কিনা, তা নিশ্চিত নয়। বিশ্বকাপ যথা সময়ে আয়োজনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।’

আইসিসির মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, ‘বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আগের মতোই প্রস্তুতি রয়েছে। বৃহস্পতিবারের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যথা সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’