বিশ্বকাপ নিয়ে শঙ্কার কথা শোনালেন সাঙ্গাকারা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা বেড়েই চলছে। গত বৃহস্পতিবার আইসিসির সভা থেকেও বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। অনেকেই ফাঁকা গ্যালারিতে বিশ্বাকাপ আয়োজনের পক্ষে। অনেকে আবার স্থগিত করার পক্ষে মত দিয়েছেন।

এরই মধ্যে সাবেক শ্রীলঙ্কান তারকা ও বর্তমান এমসিসির সভাপতি কুমার সাঙ্গাকারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কার কথা শোনালেন। বাতিল করে দেওয়া বা স্থগিত করাই এখন মূল অপশন তাঁদের হাতে।

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১০ জুনের মধ্যে। এর মধ্যে বিশ্বকাপ আয়োজনের অনেক সম্ভবনা খতিয়ে দেখা হবে। নইলে বাতিল বা স্থগিত হতে পারে এবারের আসর।

এ ব্যাপারে সাঙ্গাকারা বলেন, ‘প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে হচ্ছে। নতুন জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যে অপশনগুলো রয়েছে, তা হলো, টুর্নামেন্ট বাতিল করা বা স্থগিত করে দেওয়া। তবে ক্রিকেটার, দর্শকদের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো পুরোপুরিভাবে দেখতে হবে।’

কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান আরো বলেন, ‘এই  ভাইরাস নিয়ে আসলে কী হতে চলেছে আমর জানি না। এই ভাইরাসের সঙ্গে কি দীর্ঘমেয়াদে আমাদের থাকতে হবে, নাকি সময় হিসাবে এই জিনিসের সঙ্গে আমরা থাকব? এমন অনেক প্রশ্নের উত্তর এখনো জানা নেই। যদি তাই হয়, ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত এভাবেই থাকতে হবে আমাদের। সময় গড়ানোর সঙ্গে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে এসে সাঙ্গাকারা হতাশ হয়ে বলে দিয়েছেন, ‘আইসিসির হয়ে একটা টেবিলে বসে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝা ছাড়া আমাদের কোনো কাজ নেই। যে প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে, তার জবাব বিশ্বের নামি বিশেষজ্ঞরাও দিতে পারেননি।’