ফের রাশিয়ার চন্দ্রাভিযান শুরু

২০২১ সালের মধ্যে আবারও চন্দ্র অভিযান শুরু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই ঘোষণা দিয়েছে। চন্দ্র অভিযান শুরু করতে মস্কো নতুন দুটি রকেট পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স প্রথমবারের মতো কক্ষপথে মানুষ পাঠায়। আর এই পরিপ্রেক্ষিতে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই ঘোষণা দিল।

রসকসমসের মুখপাত্র ভ্লাদিমির উস্তিমেনকো বলেন, ‘আমরা চুপচাপ বসে থাকার কোনো পরিকল্পনা করছি না। চলতি বছরে আমরা দুটি রকেট পরীক্ষা করব। আগামী বছর থেকে আমরা চন্দ্র অভিযানের কর্মসূচি শুরু করব।’

বহু বছর ধরে একচেটিয়াভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের পাঠানোর ব্যাপারে রকেটের ব্যবসা করে এসেছে রাশিয়া। কিন্তু মার্কিন কোম্পানি মহাকাশে মানুষ পাঠানোর পর সে একচেটিয়া অবস্থার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।