আসামে ভয়ংকর ভূমিধসে মাটি চাপায় নিহত ২০

ভারতের আসাম রাজ্যে ভয়ংকর ভূমিধসে মাটি চাপা পড়ে কমপক্ষে ২০ জনের প্রাণহানী হয়েছে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে আরও অনেকে আহত হয়েছে।

এনডিটিভি জানায়, নিহতরা দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের ৩ জেলার বাসিন্দা। এর মধ্যে কাছার জেলার ৭ জন, হাইলাকান্দি জেলার ৭ জন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে উত্তর-পূর্বাঞ্চলে এই রাজ্য। আসাম মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে ৩.৭২ লক্ষ মানুষ। গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তারপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

আসামে বন্যায় সরকারি হিসাবে এখনও পর্যন্ত ৬ জন মানুষ মারা গেছেন এবং ৩৪৮ টি গ্রাম বন্যার জলে তলিয়ে গেছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানায়, প্রবল বন্যার কারণে আসামে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।