বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী‘ আখ্যা দেওয়া চিঠি পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ টুইটার অ্যাকাউন্টে হোয়াইট হাউজের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া একটি চিঠি শেয়ার করেছেন।

ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের উদ্দেশে চিঠিটি লিখেছেন ট্রাম্পের সাবেক আইনজীবী জন ডোড।

গত সোমবার ওই বিক্ষোভ সমাবেশ পণ্ড করতে টিয়ারশেল নিক্ষেপ করেছিল পুলিশ। এ সময় ট্রাম্প হোয়াইট হাউজের কাছে একটি চার্চে যান, তার যাত্রাপথ পরিষ্কার করতেই এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

চলমান আন্দোলনের মাঝে লুটপাটকারী ও দাঙ্গাবাজদেরকে এর আগে ‘সন্ত্রাসী‘ বলেছিলেন ট্রাম্প।

চিঠিতে ডোড লিখেছেন, ‘লাফায়েত্তে পার্ক এলাকায় অবস্থান নেওয়া এসব ভণ্ড বিক্ষোভকারীরা মোটেই শান্তিপূর্ণ নয়, এরা মেকি ও ছদ্মবেশী (ট্রাম্পবিরোধী)। এরা আসলে সন্ত্রাসী, তারা অলসতা আর ঘৃণায় ভরা ছাত্রদের আগ্নিকাণ্ড ও ভাঙচুরে উৎসাহ দিচ্ছে। কারফিউ জারির পর পুলিশ ওই এলাকা খালি করতে গেলে তারা পুলিশকে অপমান ও অপদস্থ করেছে।’

কোনো সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ না করেই এ আইনজীবী তাঁর চিঠিতে এমন সব দাবি করেন।