করোনায় মারা গেলেন প্রযোজক অনিল

একের পর এক দুঃসংবাদে ২০২০ সাল ক্রমেই দুঃসহ হয়ে উঠছে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চ্যাটার্জির মৃত্যুর পর মারা গেলেন খ্যাতিমান প্রযোজক অনিল সুরি। গত বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ বছর বয়সী প্রযোজক অনিল সুরি। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।

খ্যাতিমান বলিউড তারকা রাজ কুমার-রেখা অভিনীত ছবি ‘কর্মযোগী’ ও রাজ কুমার, সুনীল দত্ত, ধর্মেন্দ্র, কামাল হাসান ও হেমা মালিনী অভিনীত ‘রাজ তিলক’ ছবি প্রযোজনা করেন অনিল সুরি। তাঁর ভাই প্রযোজক রাজীব সুরি জানান, ২ জুন শ্বাসকষ্ট শুরু হলে তাঁর অবস্থা খারাপ হতে থাকে।

‘তাঁকে দ্রুত শীর্ষস্থানীয় হাসপাতাল লীলাবতি ও হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বেড না থাকায় তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। বুধবার রাতে তাঁকে অ্যাডভান্সড মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিপদের আশঙ্কার কথা জানায় এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তিনি সন্ধ্যা ৭টার দিকে মারা যান,’ পিটিআইকে বলেন রাজীব।

খ্যাতিমান এই প্রযোজকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার (৫ জুন)। করোনাভাইরাস দুর্যোগের কারণে সেখানে পরিবারের মাত্র চারজন সদস্য অংশ নেন বলে পত্রপত্রিকার খবর।

বাসু চ্যাটার্জি পরিচালিত ‘মঞ্জিল’ ছবিটি প্রযোজনা করা রাজীব সুরি জানান, একই দিনে তাঁর ভাই ও পরিচালক বাসু চ্যাটার্জির চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।