বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের নতুন সূচি

কদিন আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ফেরার বার্তা দিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এবার জানিয়ে দিল প্রতিপক্ষের নাম। করোনায় স্থগিত হয়ে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপ বাছাই ম্যাচ নিয়ে কিছুদিন আগে আলোচনায় বসেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী অক্টোবরে এই ম্যাচ শুরু হতে পারে বলে জানিয়েছিল এএফসি। আগামী অক্টোবর ও নভেম্বরে মিলে বাংলাদেশের চারটি ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল তারা। তখন অবশ্য ম্যাচের দিন-তারিখ  জানায়নি এএফসি।

এবার নতুন সূচি জানিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আগামী ৮ অক্টোবরে সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে আফগানদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

১৩ অক্টোবরের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। গত অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলটির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী ১২ নভেম্বরে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দেখায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের দল। এবার নিজেদের মাঠেই ১৭ নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দেখায় ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জেমি ডের দল।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন হার ও এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে জেমি ডের দল। বাংলাদেশের গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে সবার উপরে আছে কাতার। গত নভেম্বরে সব শেষ ওমানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ! মাসকাটে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪–১ গোলে হেরেছিলেন জামাল ভুঁইয়ারা।