ইতালিতে মামলা করছেন করোনায় মৃতদের স্বজনরা

ইতালিতে কর্তৃপক্ষ যেভাবে নভেল করোনাভাইরাস মহামারি মোকাবিলা করেছে, তার বিরুদ্ধে এক আইনি লড়াই শুরু করেছে ভাইরাসে মারা যাওয়া কিছু রোগীর অসন্তুষ্ট আত্মীয়স্বজন।

ইতালির বারগামো শহরে এই মামলা করা হয়েছে। ওই শহরটি ইতালির করোনাভাইরাসে সবচেয়ে গুরুতরভাবে আক্রান্ত হওয়া অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।

মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, স্থানীয় কর্তৃপক্ষ তাদের কার্যত পরিত্যাগ করেছিল। তারা বলছে, প্রতিশোধ বা ক্ষতিপূরণ নয়, বরং কর্তৃপক্ষের যেসব ভুল হয়েছে তার বিচার চায়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অন্যতম শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস ফর কোভিড-১৯ ভিকটিমস’ নামে একটি পেজও খোলা হয়েছে।

ইতালিতে নভেল করোনাভাইরাসে ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৬৯ হাজার ৯৩৯ জন।