আমি রিল হিরো, `পুলিশ রিয়েল হিরো’ `অক্ষয় কুমার’

করোনাভাইরাস মহামারির কারণে চলমান লকডাউনে অর্থ-সংকটে থাকা মানুষকে নিজের সাধ্যমতো সহযোগিতা করে চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাইয়ের নাসিক সিটি পুলিশকেও সহায়তা করেন তিনি। এ ছাড়া নাসিক পুলিশ কমিশনার বিশ্বাস নাঙ্গার পাতিলের সঙ্গে যৌথভাবে সহায়তার কথাও জানানো হয় অক্ষয়ের তরফ হতে।

পুলিশ ফোর্স সম্পর্কে অক্ষয় কুমার বলেন, ‘আমি শুধু পর্দার নায়ক, আর পুলিশেরা প্রকৃত নায়ক। ইন্ডাস্ট্রির চেয়ে পুলিশ ফোর্সে আমার বন্ধুর সংখ্যা বেশি, বিশ্বাস পাতিল স্যারের মতো। তাঁদের মাধ্যমেই আমি মাঠপর্যায়ের অবস্থা জানতে পেরেছি। এসব সত্যিই প্রেরণার এবং প্রতিদিন তাঁরা অসংখ্য মানুষের জীবন বাঁচাচ্ছেন, এ জন্য তাঁদের সালাম জানাই। শুধু পুলিশ নয়, সামনে থেকে যাঁরা কাজ করছেন, তাঁরা প্রত্যেকে সত্যিকারের নায়ক।’

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

করোনার প্রকোপের মধ্যেও থেমে নেই অক্ষয় কুমারের শুটিং। কেমন অনুভব করছেন? এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, এটা অন্যরকম অনুভূতি। কলাকুশলীর সংখ্যা কম, সবাই মাস্ক পরেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন। আমি বাল্কি স্যারকে (পরিচালক) আলিঙ্গন করতে পারিনি। সবকিছুই নতুন লাগছে, কিন্তু মনে হচ্ছে নব্য স্বাভাবিকতা শুরু হয়েছে।’

অক্ষয় কুমার জনসাধারণকে সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। ঘর থেকে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।