করোনাভাইরাসে অধ্যাপক ডা. গাজী জহুরুল মারা গেছেন

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহুরুল হাসান।

বৃহস্পতিবার রাতে সোয়া একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জানিয়েছে: ডা. জহুরুল গত ৩১ মে করোনা পজিটিভ হবার পর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না। এমনকি দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ আসায় পরও তিনি শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন। তবে সোমবার তার শারীরিক অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা।

ডা. তোসাদ্দেক আরও জানান: তার ফুসফুসের অবস্থার খুব নাজুক ছিল। এই অবস্থায় গতরাত সোয়া একটায় দিকে ডা. জহুরুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরদেহের গোসল নিয়ে ভোগান্তি:

শুক্রবার সকালে ডা. গাজী জহুরুল হাসানের মরদেহ মারকাজুল ইসলামের নেয়া হয় গোসলের জন্য । সেখানে লোকবল না থাকায় নানা জায়গায় ঘুরে অবশেষে রাজধানীর কুর্মিটোলায় তার গোলস দেয়া হয়। পরে দাফনের উপযোগী করে নেয়া হয় নিজ গ্রামের বাড়ি দোহারের জয়পাড়া গ্রামে। সেখানে বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

তার স্বজন ও সহকর্মীরা বলছেন: প্রিয়জনকে ছুঁয়ে না দেখতে পারার কষ্ট ছাপিয়ে, আরেক কষ্ট হয়েছে তার শেষ গোসলের ভোগান্তিতে।

অধ্যাপক ডা. গাজী জহুরুল হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।