ডেল স্টেইনের বাড়িতে তিনবার চুরির চেষ্টা!

এই কিছুদিন আগেই ডাকাতি হয়েছে ইংলিশ ফুটবলার ডেলে আলীর বাড়িতে। ইংল্যান্ডের এই তারকাকে ছুরির ভয় দেখিয়ে দুই ডাকাত স্বর্ণালংকার, দামি ঘড়ি ও বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যায়। এবার তেমন পরিস্থিতির মুখোমুখি হলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। অবশ্য তাঁর বাড়িতে থেকে কিছু চুরি হয়নি। কিন্তু তিনবার চুরির চেষ্টা হয়েছে এই প্রোটিয়া পেসারের বাড়িতে।

গত শুক্রবার থেকে এ পর্যন্ত তিনবার ডেল স্টেইনের বাসার দরজা ভেঙে ঢুকে গিয়েছে দুর্বৃত্তের দল। কিন্তু তিনবারই ব্যর্থ হয়েছে। এমন অভিজ্ঞতা টুইটারে শেয়ার করে ডেল স্টেইন লিখেছেন, ‘শুক্রবার থেকে আমার বাসায় তিনবার চুরির চেষ্টা হয়েছে। কাল ওরা আমার বন্ধুর গাড়িতে তাণ্ডব চালিয়েছে। আজ রাতে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে মাকে। সে বাসায় একা ছিল। করোনা মানুষকে মরিয়া করে তুলছে। আশা করি এ টুইট ওদের শাস্তি পেতে সাহায্য করবে। সবাই নিরাপদ থাকুন।’

স্টেইনের টুইট বার্তার নিচে একজন লিখেছেন,  ‘দক্ষিণ আফ্রিকায় চুরি ও খুনের সঙ্গে করোনার কোনো যোগাযোগ নেই।’

ওই কমেন্টের উত্তরে স্টেইন লিখেছেন, ‘আমি মনে করি আছে। লকডাউনে অনেকেরই কোনো কাজ নেই। এই অবস্থায় টাকা ও খাবারের জন্য মানুষ মরিয়া হয়ে উঠতেই পারে। আমরা দেখে ফেলার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু পালিয়েছে। তাই আশা করছি ওরা যেন শুধুই সুযোগসন্ধানি হয় এবং পরবর্তীতে এমন পরিস্থিতিতে যেন খারাপ কিছু না ঘটে।’

এর আগে গত মাসে নিরাপত্তা বেষ্টনী টপকে উত্তর লন্ডনে ডেলে আলীর বাড়িতে ডাকাতরা ঢুকে পড়ে। এরপর ছুরির ভয় দেখিয়ে জিনিসপত্র নিয়ে যায়। এতে কিছুটা হামলার শিকার হয়েছেন তাঁরা। তবে তাদের হাসপাতালের চিকিত্সার প্রয়োজন হয়নি।