পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় ‘মুজিব বর্ষে‘ জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব বর্ষে আমি সবাইকে এ আহ্বান জানাতে চাই যে, আসুন আমরা একসঙ্গে দেশের পরিবেশ রক্ষায় গাছ লাগাই এবং মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করি।’

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব নেতা ও কর্মীকে পরিবেশ রক্ষায় এ বছর ব্যাপকহারে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘একটি ফলের গাছ, একটি কাঠ গাছ এবং একটি ভেষজ গাছের চারাসহ প্রত্যেকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে পারেন। এ মুজিব বর্ষে প্রায় তিন কোটি চারা রোপণ করতে পারি।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বক্তব্য দেন।

এতে স্বাগত বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।