করোনার কারণে দুই মাস পেছালো অস্কার


করোনাভাইরাসের কারণে দুই মাস পিছিয়ে গিয়েছে আগামী বছরের অস্কার। ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।

একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন আরও জানান, অস্কারের দৌঁড়ে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯৩ তম অস্কারের মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।

এর আগেও তিনবার পিছিয়েছিল অস্কারের অনুষ্ঠান। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের উপর হামলা হওয়ার পর পেছানো হয়েছিল অস্কার। তবে এত দেরীতে এবারই প্রথম।

করোনার কারণে অনেক সিনেমাই এবছর হলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে মুক্তি পাওয়া ছবিও এবারের অস্কারের জন্য বিবেচিত হবে।

অস্কারের অনুষ্ঠানে জনসমাগম হবে নাকি ভার্চুয়াল আয়োজন করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন আয়োজকরা। বিবিসি