রজনীকান্তকে বোমা হামলার হুমকি, তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ

ভারতের দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে বোমা হামলার হুমকির পর তাঁর বাসভবনে তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ। একদিন আগে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি চেন্নাই পুলিশকে ফোনকলে এ হুমকি দেয়। এর পরই পুলিশ রজনীকান্তের বাসভবনে তল্লাশি চালাল।

চেন্নাইয়ের স্থানীয় নিউজ চ্যানেল থানথি টিভি জানায়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি চেন্নাই পুলিশকে ফোন করে বলে, রজনীকান্তের বাসভবন পোয়েস গার্ডেনে একটি স্থানে বোমা পুঁতে রাখা হয়েছে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের বাড়িতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিটেকটরের সাহায্যে অনুসন্ধান চালিয়েছে চেন্নাই পুলিশ।

করোনাভাইরাস মহামারির মধ্যে অজ্ঞাতনামা কল ও রজনীকান্তের বাড়িতে পুলিশের অনুসন্ধানে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এবারই প্রথম রজনীকান্ত বোমা হামলার হুমকি পেলেন না, আগেও তাঁকে এমন হুমকি দেওয়া হয়েছে। এর আগে বেশ কয়েকবার অজ্ঞাতনামা কল এসেছে এবং প্রতিবারই তা ধাপ্পাবাজি প্রমাণিত হয়েছে। যা হোক, এবারের কল ধাপ্পাবাজি কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

রজনীকান্তকে সর্বশেষ এ আর মুরুগাদোস পরিচালিত ‘দরবার’ সিনেমায় দেখা গেছে। বর্ষীয়ান এ অভিনেতাকে আগামীতে সিরুথাই শিবা পরিচালিত ‘আন্নাত্থে’ সিনেমায় দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, মীনা ও খুশবু।

পত্রপত্রিকার খবর, লোকেশ কনগরাজের একটি তামিল ছবিতে দেখা যাবে রজনীকান্তকে, যেটি প্রযোজনা করছেন কমল হাসান। এর আগে ‘দরবার’ ছবিটির হিন্দি ভার্সনও মুক্তি দেওয়া হয়। এ মেগাস্টার এখনো তাঁর আগামী বলিউড প্রকল্প সম্পর্কে কোনো ঘোষণা দেননি।