ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আজ শুক্রবার ফরিদপুরের এই সংসদ সদস্য নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিকেলে বলেন, ‌‘করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন, আমি করোনা পজিটিভ। আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহর মেহেরবানিতে আমি যেন দ্রুত আরোগ্য লাভ করি। আমার জন্য দোয়া করবেন।’