মিউজিক বিয়ন্ড বর্ডারস শিরোনামে কনসার্টে অংশ নেবেন মাধুরী দীক্ষিত

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতসহ আরো অনেক তারকাই নতুন একটি উদ্যোগে যুক্ত হয়েছেন। ‘মিউজিক বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে একটি কনসার্টের মাধ্যমে বৈচিত্র্যময় ভারতের সংগীত উদযাপনের আয়োজন করা হয়েছে। আর এতে মাধুরীসহ যুক্ত হচ্ছেন নীতি মোহন, সেলিম-সোলায়মান, নাকাশ আজিজ, অমিত মিশ্র, দর্শন রাভেল, অর্জুন কানুনগোসহ ২৫ জনের বেশি তারকাশিল্পী।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, কনসার্টে গাইবেন বেণী দয়াল, শল্মলী, অন্তরা মিত্র, আকাসা, জয়দেন, আশীষ কৌর, তুলসী কুমার, ধবনী ভানুশালি, শাশা তিরুপতি, জানকী ও নকুল মেহতা, শ্লোক, এল-ফ্রেশ দ্য লায়ন এবং ব্যান্ড পরিক্রমা ও এল হল।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আগামী ২১ জুন ঘণ্টাব্যাপী ওই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে শিল্পীরা বিভিন্ন ভাষায় গান গাইবেন। অনুষ্ঠান সম্পর্কে নীতি মোহন বলেন, ‘এটি সত্যিই বলা হয় যে যখন দুনিয়া ব্যর্থ হয়, সংগীত কথা বলে। সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমি নিশ্চিত, শ্বাস নিতেই আমরা সবাই সংগীতের দিকে ফিরছি।’

সুরকার জুটি সেলিম-সোলায়মান বলেন, ‘গান এমন এক অনুভূতি যা যেকোনো সীমানা ও সংস্কৃতিকে অতিক্রম করে যায়। এই সময়ে গানের বেশ গভীর ভূমিকা রয়েছে। আমাদের মন ভালো রাখতে ও সামনের দিকে এগিয়ে যেতে এটি বেশি প্রয়োজন। আমরা যখন সামাজিক দূরত্ব বজায় রাখছি, এমন সময়ে জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত হতে ও গানের উদ্দীপনায় ভাসতে ভার্চুয়াল কনসার্ট সেরা উপায়।’

কনসার্টে দর্শক করোনাদুর্গত জনসাধারণকে অনুদান প্রেরণেরও সুযোগ পাবেন।