ড্রোনের মাধ্যমে জম্মু কাশ্মীরে অস্ত্র দিচ্ছে পাকিস্তান, দাবি ভারতের

ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের আকাশে ওড়া পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর সে ড্রোনটি থেকে সন্ত্রাসীদের জন্য সরবরাহ করা অস্ত্রও উদ্ধার করা হয়।

ড্রোনটিকে জম্মু-কাশ্মীরের কাঠুয়ার কাছে গুলি করে নামানো হয় বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, খবর এনডিটিভি।

কয়েক মাস আগে জম্মুতে নিহত জইশ-ই-মুহাম্মদের এক জঙ্গির কাছ থেকেও একই ধরনের অস্ত্র পাওয়া গিয়েছিল।

ভারতীয় পুলিশ জানিয়েছে, উপত্যকার জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেই পাকিস্তান ড্রোনটি পাঠিয়েছিল।

এক পদস্থ পুলিশকর্তা জানান, ‘যে জঙ্গির জন্য ওই অস্ত্র পাঠানো হয়েছিল, তার নামও জানা গেছে। পাক ড্রোনের পে-লোডেই লেখা ছিল ওই জঙ্গির নাম। আলি ভাই। সে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের সদস্য।’

ড্রোনটি চওড়ায় ৮ ফুট। সেটি ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল বলে জানা গেছে।

শনিবার ভোর পাঁচটার দিকে টহলরত বিএসএফ জওয়ানরা আকাশে ওড়া ড্রোনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ড্রোনটি লক্ষ্য করে নয় রাউন্ড গুলি চালানো হয়।