সৌরভ গাঙ্গুলীর পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর পরিবারের কয়েকজন সদস্য। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ দিয়ে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি জানিয়েছে।

সর্তকতা ও কঠোর নিয়ম মেনে চলার পরও সৌরভের পরিবারের তিনজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। সৌরভের বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়ি। এ ছাড়া গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে স্নেহাশীষের করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছে। তবু তাঁকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সৌরভের পরিবারের সদস্যরা কলকাতার মনিপুরে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘শারীরিক অসুস্থতার কথা চারজনই আমাদের জানায়। যেসব অসুস্থতা তাদের ছিল, তা করোনাভাইরাস উপসর্গের সঙ্গে মিলে যায়। পরে তাদের করোনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হওয়ার পর তাদের নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।’