আরো ৪ জেলায় রেড জোন, বিভিন্ন এলাকায় সাধারণ ছুটি

কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চলমান রোগের ঝুঁকি বিবেচনায় সরকার এবার কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এসব এলাকায় করোনাভাইরাসের অধিক সংক্রমণের কারণে সাধারণ ছুটি ঘোষণা করে আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ১৯টি জেলার বিভিন্ন রেড জোনে সাধারণ ছটি ঘোষণা করা হলো।

এর আগে গতকাল সোমবার ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া জেলার রেড জোন এলাকায় সাধারণ ঘোষণা করে।

তার আগের দিন গত রোববার ১০টি জেলা- চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুরের রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজার ৪১২ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন আরো ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ মঙ্গলবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। সেই সঙ্গে মারা গেছেন মোট এক হাজার ৫৪৫ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৮৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন। সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।