চলতি মাসের শেষ বা আগামী মাসে করোনার সর্বোচ্চ সংক্রমণ, ডা. জাফরুল্লাহ

করোনার পিক টাইম আসবে এ মাসের শেষে বা আগামী মাসে এমন তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনার সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছে। করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, তার করোনা চিকিৎসায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। ৮২ হাজার লিটার অক্সিজেন কনজ্যুইম করেন তিনি। তার ফুসফুসে ৮০ ভাগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলো।