ক্যারিবীয়দের জার্সিতে থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার পরিস্থিতিতে বিভিন্ন নিয়মের মধ্যে হবে সিরিজটি। তাই স্বাভাবিকভাবে ক্রিকেটার বা ভক্তদের জন্য একটি বিশেষ সিরিজ হতে যাচ্ছে এটি। সেই সঙ্গে এবার নিজেদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান নিয়ে মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বর্ণবাদ নিয়ে বেশ আলোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে। বিষয়টি মাথাচাড়া দিয়েছে ক্রিকেট বিশ্বেও। কয়েকদিন ধরে গেইল, সামির মতো তারকারা বর্ণবাদের প্রতিবাদ করেছেন। এবার প্রতিবাদ জানাতে জার্সিতেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে খেলবেন ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা তৈরির জন্যই তারা এই উদ্যোগ নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমরা স্রেফ নিতে হয় বলেই নিইনি। গায়ের রং দেখে লোকে যখন বিচার করে, আমরা জানি তখন কেমন লাগে। এটি আসলে সীমা ছাড়ানো একটা ব্যাপার। অবশ্যই সমতা থাকতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। মানুষ হিসেবে সেটি না পাওয়া পর্যন্ত আমরা থামতে পারি না।’

মাঠের খেলার মতোই এই প্রতিবাদকে গুরুত্ব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের ভাষায়, ‘খেলাধুলার ইতিহাসে ও ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা ইংল্যান্ডে উইজডেন ট্রফি ধরে রাখতে এসেছি কিন্তু এই সময়ে বিশ্বে যা চলছে তা নিয়েও আমরা চিন্তিত। ন্যায় বিচার ও সমতার জন্য আমরাও লড়ছি।’

এর আগে এক সাক্ষাৎকারেও হোল্ডার বর্ণবাদের জন্য কঠিন শাস্তি চেয়েছেন। হোল্ডারের মতে, ডোপিং কিংবা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে বর্ণবাদের তেমন পার্থক্য নেই। তাই বর্ণবাদের জন্যও কঠিন শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন ক্যারিবীয় এ তারকা।

বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হোল্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় না বর্ণবাদের শাস্তির সঙ্গে ম্যাচ পাতানো বা ডোপিংয়ের কোনো পার্থক্য আছে। আমি ক্রীড়াঙ্গনে বর্ণবাদ দেখি। আমাদের এসব সমানভাবে দেখা দরকার।’

হোল্ডার আরো বলেন, ‘ডোপ বা দুর্নীতি নিয়ে যেভাবে সবাইকে সতর্ক করা হয় সেভাবে বর্ণবাদ নিয়েও সিরিজ শুরুর আগে সবাইকে সতর্ক করা উচিত। সবার প্রতি আমার বার্তা হচ্ছে এটা দূর করতে আরো বেশি শিক্ষার দরকার আমাদের। আমি যদিও সরাসরি কোনো সময় বর্ণবাদের শিকার হইনি, তবে আশপাশ থেকে অনেক কিছু শুনেছি। এই ব্যাপারটা এমন কিছু যা মেনে নেওয়া যায় না।’

আগামী ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডও বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেবে। তবে সেটা কীভাবে করা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি ইংলিশ ক্রিকেট বোর্ড।