নরেন্দ্র মোদি সরকার গরিবদের খাওয়াবেন ৫ মাস, মমতার ঘোষণা ২০২১ সালের জুন পর্যন্ত বৃদ্ধি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।

আজ ১ জুলাই থেকে ভারতে জারি হচ্ছে ‘আনলক-২’ পর্ব। একে করোনার প্রকোপ, তার ওপর সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি। এর মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে মোদি জানান, দীপাবলি পর্যন্ত, অর্থাৎ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ‘অন্নযোজনা’ বা বিনামূল্যে রেশন দেওয়া প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ১৮ এ খবর জানিয়েছে।

মোদি বলেন, ‘আগামী কয়েক মাস আসন্ন উৎসবের কথা মাথায় রেখে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে পাঁচ কেজি রেশন এবং একটি কেজি ডাল প্রতি মাসে, দীপাবলি ও ছটপূজা পর্যন্ত বা নভেম্বরের শেষ পর্যন্ত বাড়ানো হলো।’

এরপরই গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে। আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা। আমরা ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি। ওরা অর্ধেককে রেশন দেয়, অর্ধেককে দেয় না। আমি চাই দেশের সবাইকে ফ্রি রেশন দিক কেন্দ্র।’

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন মেনে চলার বিষয়েও এদিন রাজ্যবাসীকে আহ্বান জানান মমতা। তিনি বলেন, ‘লকডাউন মানা হচ্ছে কি না, দেখতে হবে। পুলিশকে নজরদারি বাড়াতে হবে। সামাজিক দূরত্ব মেনে প্রাতঃভ্রমণ করা যাবে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত। বিয়েবাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে পারে। সবাইকে মাস্ক ও গ্লাভস পরতে হবে।’