হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হবে!

চীন হংকংয়ের ওপর এক নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর, যুক্তরাজ্য সিদ্ধান্ত নিয়েছে, হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যে থাকতে ও কাজ করতে দেওয়া হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এবং যাঁরা এতে ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হবে। হংকংয়ের বাসিন্দারা পাঁচ বছরের জন্য যুক্তরাজ্যে আসতে পারবে। এবং এর এক বছর পর তাঁরা নাগরিকত্বের জন্যেও আবেদন করতে পারবেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে চীন যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, নতুন আইনটি পাস করে হংকংয়ে কর্তৃপক্ষ ১৯৮৫ সালের সিনো-ব্রিটিশ যৌথ ঘোষণাকে লঙ্ঘন করেছে। ওই ঘোষণায় বলা হয়েছিল, ১৯৯৭ সালে যুক্তরাজ্য হংকংয়ের নিয়ন্ত্রণভার চীনের কাছে ফিরিয়ে দেওয়ার পর, ৫০ বছর ওই এলাকাটি কী কী স্বাধীনতা ভোগ করবে।