ক্ষতিপূরণ পাচ্ছেন ১৯ মিলিয়ন ডলার, হার্ভে ওয়েনস্টেইন কর্তৃক হয়রানির শিকার নারীরা

হার্ভে ওয়েনস্টেইন কর্তৃক কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন হেনস্তার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৯ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। গেল মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এই ঘোষণা দিয়েছেন।

আরো দুটি আদালতের অনুমোদন পেলে ক্ষতিগ্রস্তদের এই অর্থ দেয়া হবে। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেন, ‘হার্ভে ওয়েনস্টেইন এবং দ্য ওয়েনস্টেইন কোম্পানি নারী কর্মীদের ক্ষেত্রে ব্যর্থ। সকল হয়রানি, হুমকি, বঞ্চনা এবং লিঙ্গ-ভিত্তিক বৈষম্যের শিকার এই নারীরা অবশেষে বিচার পেতে যাচ্ছেন।’

এক মামলার প্রেক্ষিতে এই রায় এসেছে। মামলায় বলা হয়েছিল, ‘চাকরী বাঁচাতে অথবা পদোন্নতির জন্য নারীদেরকে অনৈতিক প্রস্তাব দেয়া হতো অথবা জোর করা হতো।’

হলিউড মোগল হার্ভে ওয়েনস্টেইন ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন ধর্ষণের অভিযোগে। শতাধিক নারী বিভিন্ন সময়ে হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন