মাশরাফী বিন মোর্ত্তজার ফের করোনা পজিটিভ রিপোর্ট

গত ২০ জুন করোনা আক্রান্তের খবর দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।  আক্রান্তের ১৪ দিন পার হলেও এখনো করোনামুক্ত হননি তিনি। দ্বিতীয়বার পরীক্ষায় ফের কোভিড-১৯ পজিটিভ এসেছে নড়াইল এক্সপ্রেসের।

করোনায় আক্রান্তের পর বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন মাশরাফী। এর মধ্যে কিছুদিন আগে একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান তিনি। এরপর গত মঙ্গলবার পুনরায় কোভিড-১৯ টেস্ট করান। দ্বিতীয়বারের পরীক্ষায় ফের করোনা পজিটিভ এসেছে তাঁর। তবে করোনা পজিটিভ হলেও মাশরাফী সুস্থ আছেন বলেই জানা যায়।

করোনার দুর্যোগে মানুষকে সাহায্য করে যাচ্ছিলেন মাশরাফী। নিজ এলাকায় ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। পরে তিনি নিজেই আক্রান্ত হন প্রাণঘাতী এই ভাইরাসে। আক্রান্তের পর মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘‘সবাই আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন  সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। আমি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি, প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

মাশরাফীর পর করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছিলেন মোরসালিন। কোভিড-১৯-এর রিপোর্ট পাওয়ার পর ফেসবুকে মোরসালিন লিখেছিলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।’