বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হারিশ শাহ মারা গেছেন!

বলিউড অঙ্গনে আরেক শোকের খবর। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হারিশ শাহ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল খবরে জানিয়েছে, আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে নিজ বাসভবনে মারা গেছেন হারিশ শাহ। তিনি বলিউডের অন্যতম বড় প্রযোজক ছিলেন। তাঁর প্রযোজিত ছবির তালিকায় রয়েছে ‘কালা সোনা’, ‘মেরে জীবন সাথি’, ‘ধন দৌলত’, ‘জলজলা’, ‘জাল : দ্য ট্র্যাপ’, ‘হোটেল’, ‘রাম তেরে কিতনে নাম’ ইত্যাদি।

হারিশ শাহ ‘আব ইনসাফ হোগা’ ও ‘দিল অউর মহাব্বত’-এর মতো হিট ছবিও প্রযোজনা করেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। ক্যান্সার নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন, নাম ‘হোয়াই মি?’ চলচ্চিত্রটি রাষ্ট্রপতি পুরস্কার লাভ করে।

হারিশ শাহর প্রযোজক ভাই বিনোদ শাহ জানিয়েছেন, আজ দুপুরে মুম্বাইয়ের পবন হংস শ্মশানে প্রয়াতের শেষকৃত্য হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র অঙ্গনে।