পশ্চিমবঙ্গে করোনায় ভয়াবহ রূপ নেওয়ায় বিভিন্ন শহরে নতুন করে লকডাউন

‘মহামারি করোনাভাইরাস নতুন করে ভয়াবহ রূপ নেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে লকডাউন জারি করেছে প্রশাসন।

এনডিটিভি বলছে, মঙ্গলবার এক ঘোষণায় এই লকডাউন জারি করে পশ্চিমবঙ্গ সরকার। নতুন লকডাউনের আওতায় পড়েছে মালদার তিনটি পৌর এলাকা ইংরেজবাজার, মালদাউটন এবং কালিয়াচক, দিনাজপুরের ডালখোলা এবং উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পৌর এলাকা।

আগামী বুধবার থেকে এক সপ্তাহ পর্যন্ত চলবে লকডাউন।

পশ্চিমবঙ্গে কোভিড -১৯ এর কারণে মৃতের সংখ্যা সোমবার বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৮৬১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে এবং রাজ্যে সংক্রমণের মোট সংখ্যা এখন ২২,৯৮৭ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে করোনা সংক্রমণ ধরা পড়েছে ২২ হাজার ৫১০ জন। আর মারা গেছে ৪৭৪ জন।

ভারত এখন রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শীর্ষ করোনা আক্রান্ত দেশ। মোট করোনা আক্রান্ত হয়েছে ৭ লাখ ২০ হাজার ৩৪৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৭৪ জনের।’