যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ করোনা রোগী উপসর্গহীন, বাড়ছে মৃত্যুও

‘যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৪০ শতাংশের শরীরে উপসর্গ দেখা দিচ্ছে না। আর এসব রোগীর দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার আশঙ্কা ৭৫ শতাংশ।

সিডিসি এর আগে জানিয়েছিল, উপসর্গহীন করোনা রোগীর মাধ্যমে অন্যরা শতভাগ আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। আর বর্তমানে উপসর্গহীন করোনা রোগীর মৃত্যুর হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

গত ২০ মে এ উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য দিয়েছিল সিডিসি। গত শুক্রবার তা হালনাগাদ করেছে সংস্থাটি। গত ২৯ জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন করে তারা জানিয়েছে, ৪০ শতাংশ করোনা রোগী উপসর্গহীন থাকছেন।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেসব অঙ্গরাজ্যে উপসর্গহীন করোনা রোগীর মৃত্যুর হারও বেশি।,