ঈদে বন্ধ হচ্ছে না গণপরিবহন : ওবায়দুল কাদের

‘সড়ক পরিবহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। তবে অন্যান্য ঈদের মতো তিন দিন আগে থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।  জরুরী সার্ভিসের গাড়ি, পচনশীন দ্রব্যাদি বহনকারি যান, পশুবাহী যান, গার্মেন্ট পণ্য বাহী যান চলাচল করবে।

আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন: এ বিষয়ে বিআরটিএ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানাবে। এসময় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঈদযাত্রা করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে এবারের ঈদ যাত্রা করতে হবে। এরইমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, স্বাস্থ্যবিধি না মানা হলে করোনা সংক্রমণের হার অনেক বেড়ে যাবে।

ছুটির সময় সকলকে ঘরে এবং কর্মস্থলে অবস্থান করার আহ্বান জানান ওবায়দুল কাদের।,