ভারতের প্রতিটি কোনায় ভ্যাকসিন পৌঁছে দেব : নীতা আম্বানি

‘ভারতের রিলায়েন্স ফাউণ্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি আশ্বাস দিয়েছেন, করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার পর রিলায়েন্স কোম্পানি গোটা দেশে সবার বাড়িতে বাড়িতে এই ভ্যাকসিন পৌঁছে দেবে। এ জন্য কোম্পানি নিজেদের সাপ্লাই চেইনের সহযোগিতা নেবে।

বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন নীতা আম্বানি।

‘নীতা বলেন, ‘করোনার বিরুদ্ধে এখনো অনেক লড়াই বাকি। এই লড়াইয়ে রিলায়েন্স ফাউন্ডেশন সরকার ও মিউনিসিপ্যাল অথরিটির সঙ্গে মিলে কাজ করবে।’ তিনি আরো বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, করোনার ভ্যাকসিন তৈরি হলেই আমরা ডিস্ট্রিবিউশন আর সাপ্লাই চেইনের সাহায্য নিয়ে এই ভ্যাকসিনকে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেব।’

রিলায়েন্স ইন্ডাস্ট্রির দুই লাখ কর্মীকে এই কাজ করার দায়িত্ব দেওয়া হবে। এ জন্য তাদের আগাম ধন্যবাদও জানান নীতা।

রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নীতা আরো বলেন, ‘রিলায়েন্স ফাউন্ডেশন গোটা দেশজুড়ে পাঁচ কোটির বেশি দুস্থ ও শ্রমজীবী মানুষের মুখে এই দুঃসময়ে খাবার তুলে দিয়েছে। যখন মহামারি শুরু হয়েছিল, তখন পিপিই ও কিটের অভাব আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু আমরা প্রতিদিন এক লাখ করে পিপিই, কিট ও এন৯৫ মাস্ক উৎপাদ করতে সক্ষম হয়েছি।’

‘এটা আমাদের জন্য শুধু ব্যবসা না, এটা দেশের প্রতি আমাদের কর্তব্য, যোগ করেন নীতা।

উল্লেখ্য, করোনার প্রতিষেধক কবে আসবে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি গবেষকরা। তবে এখন পর্যন্ত একটি রাশিয়ান সংস্থা, একটি মার্কিন সংস্থা ও দুইটি ভারতীয় সংস্থা এই ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর অনুমতি পেয়েছে। এদিকে মার্কিন সংস্থা মডার্না ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক পর্যায়ে সাফল্যও দাবি করেছে।,