স্পেনে করোনায় নিহতদের স্মরণে মাদ্রিদে রাষ্ট্রীয় অনুষ্ঠান : রাজা ফেলিপ

স্পেন দেশটিতে করোনাভাইরাসে মৃতদের স্মরণে রাজধানী মাদ্রিদে একটি রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে রাজা ফেলিপের ভাষণ দেখানো হয় টেলিভিশনে। তিনি তার ভাষণে বলেন যারা প্রিয়জনকে হারিয়েছেন এই দু:খ শুধু তাদের একার নয়, সারা দেশ তাদের পাশে আছে।

সূত্র : বিবিসি

সেখানে ভাষণ দেন রাজা ফেলিপে

রাজা ফেলিপে আরও বলেন দেশের হাজার হাজার মানুষ এই রোগের মোকাবেলায় অসাধারণ নৈতিক ও নাগরিক মূল্যবোধ দেখিয়েছে। রাজপ্রাসাদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত শিখাকে ঘিরে সাদা ফুল অর্পণ করেন বহু বিশিষ্ট মানুষ এবং রাজনীতিক যাদের মধ্যে বিদেশি নেতারাও ছিলেন।

মৃতদের স্মরণে আগুন জ্বালানো হয়

স্পেনে করোনাভাইরাসে মারা গেছে ২৮ হাজার মানুষ।

কঠোর লকডাউন বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে তিন সপ্তাহ আগে।

তবে মাদ্রিদ, কাতালোনিয়া এবং আরাগনে এখনও সংক্রমণের হার বেশ উঁচু।