পাকিস্তানি ক্রিকেটার কাশিফ ভাট্টি করোনামুক্ত

‘দেশ ছাড়ার আগে করোনা নেগেটিভ ছিলেন পাকিস্তানি ক্রিকেটার কাশিফ ভাট্টি। ইংল্যান্ডের বিমানে ওঠার আগে করা টেস্টেও নেগেটিভ আসে। কিন্তু ইংল্যান্ডে গিয়ে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে বাঁহাতি স্পিনারের। এরপর হোটেলে সেলফ-আইসোলেশনে ছিলেন তিনি। আশার খবর, এখন তিনি করোনামুক্ত হয়েছেন।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, কাশিফ এখন করোনামুক্ত। দুবার করা টেস্টে, দুবারই নেগেটিভ এসেছে তাঁর। এখন দলের সঙ্গে যোগ দিতে আর কোনো সমস্যা নেই এই তরুণ স্পিনারের।

মূলত জৈব নিরাপদ পরিবেশে নেওয়ার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করিয়ে থাকে ইসিবি। সেখানেই পজিটিভ আসে কাশিফ ভাট্টির।

এদিকে করোনা নিয়ে সুখবর দিয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফও। এর আগে পজিটিভ হলেও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। পরীক্ষায় এবার নেগেটিভ আসলেই রউফকে ইংল্যান্ডে পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে করোনা টেস্টের ফলাফল নিয়ে বারবার খবরের শিরোনাম হতে হয় পাকিস্তানকে। দুই ধাপে টেস্ট করিয়ে, শেষ পর্যন্ত ২০ ক্রিকেটার ও ১১ সাপোর্ট স্টাফ নিয়ে চাটার্ড বিমানে করে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।,