করোনায় সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সিনিয়র সাংবাদিক আবদুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭২ বছর। গত ৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন এম হাসান। এরপর সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।

পরীক্ষায় করোনা পজিটিভ আসলে তাকে প্লাজমা দেয়া হয়। পাশাপাশি তার শরীরে বিভিন্ন জটিলতাও ছিল। তার পরিবারে স্ত্রী ও দুই কন্যা রয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সাধারণ জনগণের পাশাপাশি করোনা মোকাবিলায় সরাসরি কাজ করায় ফ্রন্টলাইনার্স বা সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত সাংবাদিকদের মৃত্যু ঘটনা বেড়ে চলেছে।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০১ প্রতিষ্ঠানের প্রায় ৩৯৫ জন গণমাধ্যমকর্মী। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ৮ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।,