আজ জানা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য?

‘আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার কারণে বিশ্বকাপ আয়োজন সম্ভব নাও হতে পারে। অবশ্য আইসিসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

আইসিসির গত দুটি সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে দুবারই আরো কিছুদিন অপেক্ষা করার কথা জানানো হয়। আগামীকাল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবার বৈঠকে বসছে আইসিসির কর্মকর্তারা। বিসিসিআই আশা করছে, আগামীকালের সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্পষ্ট করে দেবে আইসিসি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘প্রথম ধাপ ছিল এশিয়া কাপ স্থগিত হওয়া, যেটা ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে। এখন আইসিসি যতক্ষণ না টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করছে, ততক্ষণ আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারছি না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়, সেটা আগেই জানিয়ে দিয়েছে তারা। অথচ আইসিসি অযথা সময় নিচ্ছে। আশা করছি দ্রুত সিদ্ধান্ত নেবে তারা।’,