করোনা প্রতিরোধে অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ!

‘করোনাভাইরাস বা কোভিড-১৯ এর চিকিৎসায় অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করা ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি ৷ পাশাপাশি তা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। করোনাভাইরাসের বিরুদ্ধে এই প্রথম কোনো ভ্যাকসিন পরীক্ষামূলক পর্যায় পার করে চূড়ান্ত ধাপে পৌঁছাল।,

সূত্র :  বিবিসি

প্রতিবেদনে বলা হয়, ১০৭৭ জনের শরীরে ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল সফল হয়েছে ৷ তাদের দেহে এন্টিবডি এবং রক্তে শ্বেতকণিকা তৈরি করেছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক।

টেস্টের ফলাফল অত্যন্ত নিরাপদ ৷ তবে এটির সুরক্ষা পর্যাপ্ত কিনা তা নিশ্চিত হতে আরও বৃহত্তর পরিসরে ট্রায়াল চলছে৷ যুক্তরাজ্য এরই মধ্যে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পেতে অর্ডার করেছে৷

যুক্তরাজ্যের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পরীক্ষামূলকভাবে সাফল্য পাওয়া ভ্যাকসিনটির নাম সিএইচএডিওএক্সওয়ান এনকোভ-১৯ (ChAdOx1 nCoV-19)।

এতে ‘সিএইচএডিওএক্সওয়ান’ ভাইরাস ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ সর্দিকাশির দুর্বল ভাইরাস হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে এই বছরের শেষে ভ্যাকসিনটি বাজারে আনতে পারবে অক্সফোর্ড।,